আইসোলেটেড নারিকেল বীজ বাগান কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্য শস্য উইং কর্তৃক পরিচালিত একটি হর্টিকালচার সেন্টার। রামু উপজেলা থেকে ৬ কিলোমিটার দক্ষিনে রামু-মরিচ্চা সড়কের পাশে প্রায় ২৫০ একর জমির উপর এই নারিকেল বাগান অবস্থিত। এখানে বর্তমানে ৩৩০০ বিদেশী জাতের (শ্রীলংকান টল) ফলন্ত নারিকেল গাছ রয়েছে। এ বছর আরো ১০০০০ চারা রোপন করা হয়েছে। বিদেশী জাতের নারিকেল চারার পাশাপাশি এখানে বিভিন্ন উন্নত জাতের ফলের চারা/ কলম পাওয়া যায় এছাড়া উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদনের সব ধরনের কারিগরী সহায়তা বিনামূল্যে দেয়া হয়।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন www.icsg.webnode.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস